স্বদেশের মানচিত্র
আবদুল হালীম খাঁ
এই আমাদের দেশ ভাই এই আমাদের দেশ
দিনরাত খুন-খারাবি ওঠেছে জমে দেখ বেশ।
অফিস-আদালতগুলো চোর আর ডাকাতভরা
সবখানেই দুর্নীতি আর পোকা জড়া জড়া।
কর্মকর্তাগুলো এখন এমনই বেলেহাজ
হাতে ঘুষ না দিলে করে না কোনো কাজ।
নারীদের এখন যাচ্ছে ভাই বড়ই দুর্দিন
পথে-ঘাটে ধর্ষকরা করছে গিনগিন।
প্রতিদিনই তো দু’চারজন হচ্ছে ধর্ষিতা
বাইরে যেতে পা কাঁধে এখন এমন সবাই ভীতা।
পথে চলতে মেয়েদের টেনে ধরে শাড়ি
কেড়ে নেয় গলার হার বলতে নাহি পারি।
অন্যায়ের বিরুদ্ধে করা যায় না ফরিয়াদ
থানা পুলিশ এখন অত্যাচারের এক ফাঁদ।
চোরের মায়ের এখন বড়ই ভীষণ গলা
চোরকে চোর আর যে যাচ্ছে না বলা।
টুপি মাথায় মসজিদে যাই আর আসি
ওরা বলে, অই যায় জঙ্গি-সন্ত্রাসী।
ইসলামি বইপত্র রাখা যায় না ঘরে
মাঝে মাঝে পুলিশ এসে তল্লাসি করে।
সকালে কুরআন পড়া হয় না বাড়ি বাড়ি
ভয়ে কেউ কেউ বেঁছে ফেলেছে মুখের দাড়ি।
সমাজে বাস এখন বিপদ এই ভাবসাব দেখে
প্যান্ট-শার্ট পরছে কেউ কেউ পাঞ্জাবি রেখে।
গুপ্তচর সবসময় এখন পিছে পিছে ঘোরে
বউয়ের সঙ্গেও কথা বলা যায় না জোরে।
স্ত্রীর গালে যদি কখনো দিতে চাই চুমো
ভয়ে সে বলে, চুপ করো ঘুমো এখন ঘুমো।
লুটপাট করে যারা করে চাঁদাবাজি
তারাই আজকাল এই সমাজের কাজি।
টোকাইদের ঘরে এখন টাকা ছালাছালা
কুত্তার গলায় এখন ফুলের মালা।
রাত তো রাতই। দিনকেও মনে হয় রাত
জ্ঞানী-গুণীদের কপালে জুটছে না ভাত।
রাস্তায় নামলেই তেড়ে নেচে আসে গুলি
ভাঙে কারো ঠেঙ উড়ে কারো মাথার খুলি।
ধানের দেশের মানুষ এখন পায় না খেতে ভাত
পেঁয়াজের জন্যে পাততে হয় দাদার কাছে হাত।
এ দেশের জন্যেই ভাইয়েরা হয়েছে তো খুন
ঘরে ঘরে জ্বলছে এখন ক্ষুধার আগুন।
পাচ্ছি শুধুই নগদ নগদ লাশ সর্বনাশ
জীবন দিয়ে পেলাম শুধু ফেলানির লাশ।
নাতে রাসুল (সা.)
আলাউদ্দিন কবির
পনেরো শ বছর পরে, ওগো শ্রেষ্ঠ নবী
তোমার নামে কাব্য লেখে অখ্যাত এক কবি!
কাব্যখামে পাঠাই সালাম
প্রেমের পুবাল হাওয়ায়
ভরসা রাখি, পৌঁছবে সালাম
রওজাপাকের দাওয়ায়।
সালামখানি করবে কবুল, আঁকি যে সুখ-ছবি
তোমার নামে কাব্য লেখে, অখ্যাত এক কবি!
কতো ভাষায় কতো কবি
তোমার ভালোবাসায়
কালাম লিখে, সালাম দিয়ে
অমর বিশ্বসভায়।
আমি শুধু নিদানকালে চাই তো সুপারিশ-ই
তোমার নামে কাব্য লেখে, অখ্যাত এক কবি!