মুহিউস সুন্নাহ শায়খ মাহমুদুল হাসান (দা.বা.)-এর জামিয়া পরিদর্শন
বিশ্ববরেণ্য আধ্যাত্মিক রাহবার, হাকিমুল উম্মত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী (রহ.)-এর সর্বশেষ খলীফা, মাওলানা শাহ আবরারুল হক (রহ.)-এর বিশিষ্ট খলীফা ও যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম মুহিউস সুন্নাহ শায়খ মাহমুদুল হাসান (দা. বা.) গত ২৩ সেপ্টেম্বর’19 (সোমবার) জামিয়া পরিদর্শন করেন। ওই দিন বাদে এশা জামিয়ার জামে মসজিদে উপস্থিত সকলের উদ্দেশ্যে হযরত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। বয়ানের শুরুতে হুজুর জামিয়ার প্রয়াত মুরব্বিগণের স্মৃতিচারণ করে বলেন, হযরত হাজি সাহেব হুযুর (রহ.), হারুন ইসলামাবাদী (রহ.) প্রমুখের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। এই সমস্ত আল্লাহর ওলিগণ দুনিয়াতে নেই। আল্লাহর অলীগণের কবর জিয়ারত করলে ইলমে নুর সৃষ্টি হয়। তাই শত ব্যস্ততার মাঝেও তাদের জিয়ারতে ছুটে এসেছি। কারণ কোন জিনিষের প্রতি গভীর ভালবাসা থাকলে শত ব্যস্ততার মধ্যে ও কাজটি সমাধা করা যায়। ছাত্রদের গুনাহমুক্ত জীবন-যাপনের প্রতি উদ্বুদ্ধ করে হুযুর বলেন, ছাত্র ভাইদের ওয়াদা করতে হবে, আমরা কোন গুনাহ করবো না। গুনাহ না করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলমে লাদুনী আসবে ইন শা আল্লাহ। ছাত্রদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করে এই মহান ব্যক্তিত্ব বলেন, ছাত্রদের মূল দায়িত্ব হলো ভালোভাবে ইলম অর্জন করা, আর এই ইলমে পরিপূর্ণতা আসার জন্য অন্যকে শেখাতে হবে। নিজেও ইলম অনুযায়ী আমল করতে হবে। অন্যকেও আমলের দাওয়াত দিতে হবে। কারণ যে আমলের দাওয়াত অন্যকে দেওয়া হবে তা ছেড়ে দেওয়া নিজের জন্য অত্যন্ত কঠিন হয়ে যায়। পরিশেষে হুজুর বেশি বেশি কুরআন তিলাওয়াত করতে এবং শেষরাতে মহান আল্লাহর দরবারে নিজকে সঁপে দিতে ছাত্রদের বিশেষভাবে আহবান জানান। পরে জামিয়ার সিনিয়র উস্তাদগণের সঙ্গে দাওয়াতুল হকের বিভিন্ন বিষয়ে হযরত মত বিনিময় করেন।
পরীক্ষা পরবর্তী জামিয়ার দরস প্রদান শুরু
১৪ নভেম্বর (সোমবার) হতে জামিয়ার সকল বিভাগে পুরোদ্যমে দরস প্রদান শুরু হয়েছে। কওমি মাদরাসার সাধারণ নিয়ম অনুযায়ী সফর মাসের প্রথম সপ্তাহে জামিয়ার প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা পরবর্তী তিন দিনের সংক্ষিপ্ত ছুটি কাটিয়ে ছাত্ররা নির্ধারিত সময়ে মাদরাসায় উপস্থিত হয়েছে। যাতায়াতের পথে কোন ধরনের দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়নি। প্রথম দিনের দরসে ছাত্রদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তারা নব উদ্যমে পরীক্ষাপূর্ব সময়ের মতো পাঠ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে। এদিকে জামিয়ার শিক্ষা বিভাগ থেকে পরীক্ষাপূর্ব সময়ের মতো প্রতিদিনের দরসকে ভালোভাবে আত্মস্থ করার নিমিত্তে তাকরারের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে এবং ছাত্রদের উপস্থিতি সুনিশ্চিত করার লক্ষ্যে দায়িত্বশীল উস্তাদগণকে তদারকি করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ দুআর আবেদন
গত কিছুদিন যাবৎ জামিয়ার প্রধান পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা আবদুল হালীম বুখারী (দা. বা.) বার্ধক্য জনিত নানা রোগে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য হুজুরকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভারতে নেওয়া হয়। হুযুরের দ্রুত অরোগ্য কামনায় জামিয়ার জামে মসজিদে বিশেষ দুআ-মুনাজাত করা হয়। জামিয়ার কর্তৃপক্ষের পক্ষ থেকে দেশবাসীর নিকট বিশেষভাবে দুআর আবেদন করা হচ্ছে।
ভোলায় নবীপ্রেমিক শহীদদের জন্য বিশেষ দুআ মুনাজাত
ভোলার বোরহানুদ্দিনে ফেসবুক মেসেঞ্জারে মহানবী (সা.) ও আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তিকারী হিন্দু যুবক বিপ্লব চন্দ্র শুভর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নবীপ্রেমিক তাওহীদী জনতার ওপর পুলিশ কর্তৃক নির্বিচারে গুলি বর্ষণে নিহত শহীদ মাগফিরাত কামনা এবং আহত শতাধিক মুসল্লির দ্রুত আরোগ্য কামনায় গত ২০ অক্টোবর’১৯ জামিয়ার কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দুআ-মুনাজাতের আয়োজন করা হয়। জামিয়ার পক্ষ থেকে শহীদ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
তথ্যসূত্র: আবদুর রহমান বিন ইউনুছ
জামিয়া প্রতিবেদক, মাসিক আত-তাওহীদ
PDF ফাইল…
ডাউনলোড করতে এখানে টাচ বা ক্লিক করুন