নদী
মাহমুদুল হাসান নিজামী
নদীর নাম অন্তরা
দুর নীলিমায় আকাশ কাঁদে,
বিরহ জ্বালায় সবহারা
আমরা আছি পথের দ্বারে।
অনল জ্বালার ফাঁদে
কে শুনে গো কার কথা
পাথর গুলো বুকে চাপা।
মনুষ্যত্বের মৃত্যু
একেএম মাহফুজুর রহমান
পৃথিবীর সভ্যতার ইতিহাসে আরাকানে মানুষ জন্ম নিচ্ছে
জাতিগত ভৌগলিক পরিচয় তাকে রোহিঙ্গা বানাচ্ছে।
রোহিঙ্গা মুসলিম ললাটে সন্ত্রাসবাদী তকমা জুটছে
পুশ ইন, পুশব্যাক নিষ্ঠুরতায় চোখ রাঙাচ্ছে।
রাজনৈতিক দাবার সূক্ষ্ম চালে অবিশ্বাস ছড়িয়ে পড়ছে
মিয়ানমারের রাষ্ট্রীয় অত্যাচার ঘৃণার বিষবাষ্প ছড়াচ্ছে।
ইতিহাসের নির্মম পরিহাস লজ্জায় উপহাস করছে
সুচি অশান্তির দাবানল ছড়িয়ে শান্তির নোবেল পাচ্ছে!
আহারে! জীবন বাঁচাতে রোহিঙ্গা মুসলিম ছুটছে
মিয়ানমার তাঁদের বাঙালি সন্ত্রাসী বলছে!
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সীমান্তের আকাশ ভারী হচ্ছে
অথচ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সদয় আচরণ করছে।
জাতিগত বিদ্বেষের লেলিহান ছোবলে মানবতা পুড়ছে
মানবাধিকার রক্ষায় জাতিসংঘ অসহায়ভাবে ধুঁকছে,
মিয়ানমারের জান্তা সরকারকে ভুতুড়ে ভয় পাচ্ছে!
বাংলাদেশকে সীমান্ত খুলে দিতে অনুরোধ করছে!
চীন রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে মদদ দিচ্ছে ,
ভারত হাত পা গুটিয়ে পরিস্থিতি পর্যবক্ষেণ করছে!
ইসলামি রাষ্ট্রসংঘ ওআইসি নিরব দর্শক হয়ে আছে ,
মানবতাবাদী বিদ্রোহী সুশীল সমাজ হিমাঘরে রয়েছে।
নাফ নদীতে ভাসমান লাশ বলছে,
পৃথিবী হতে রোহিঙ্গা নয় বরং মনুষ্যত্বের মৃত্যু হচ্ছে।
চিরবিদায় রোহিঙ্গা; ওপারে বিদায় সভ্যতা,
চির বিদায় মিয়ানমার; ওপারে বিদায় মনুষ্যত্ব!
ধ্বনিত হোক আরাকানের স্বাধীনতা
দালান জাহান
মরতে যখন হবেই
মরতে যখন হবেই, যুদ্ধ করে মর,
মগজে ভেদে মৃত্যুর হাসি-
ধরো ধরো হাতিয়ার ধরো।
শোকগুলো বুলেটের অগ্রে ঝুলিয়ে,
গদার আঘাতে চূর্ণ করো জঙ্গা,
বেয়েনেটের খোঁচায় খোঁচায় ভেঙে দাও-
রাক্ষুসী বাহিনীর…
মৃত্যুর চেয়ে আর বড় কি আছে?
যে জীবন মৃত্যু করেছে রুদ্ধ,
শেষের পরে আর কি হবে শেষ?
লড়ে যাও লড়ে যাও ঘাস-পাতা নদীর ঢেউ।
উল্লাস চলুক ট্রিগারে ট্রিগারে,
লাল হয়ে যাক নাফের সমস্ত জলরাশি,
শয়তানের শেষ রক্তবিন্দু চুষে,
ধ্বনিত হোক আরাকানের স্বাধীনতা।
হে আরাকান!
মুহিব খান
হে আরাকান!
মরবে যখন লড়েই মর,
হে আরাকান! বন্ধু প্রাণের!
আসবে বিজয়, খুব দূরে নয়,
সুর শোনো ওই বিজয়গানের।
অনন্তকাল জ্বলবে না আর
অত্যাচারীর লাল কড়াইয়ে।
রক্ত-ছাইয়ের হিসাব রাখো,
সব চুকাবো শেষ লড়াইয়ে।
বাংলাদেশের অজস্র হাত
হাত মেলাবে তোমার হাতে।
জাগবে ঈমান বঙ্গসেনার
ছুটবে তারাও প্রত্যাঘাতে।
হয় আরাকান মুক্ত হবে,
স্বাধীন দেশের শক্তি বলে।
নয় আরাকান যুক্ত হবে
বাংলাদেশের ঝাণ্ডাতলে।
হে আরাকান! তোমার নিশান
আঁকছি আমি নতুন করে।
যে গান তোমায় প্রাণ যোগাবে
লিখছি সে গান তোমার তরে।